স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ‘নবান্ন উৎসব ১৪৩২’
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ‘নবান্ন উৎসব ১৪৩২’। বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী নবান্নের খাবার পরিবেশন, লোকসংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো ক্যাম্পাসে এক আনন্দঘন আবহ সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলার গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।