স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘১৫তম ফার্মা উইক ২০২৩’ এর শুভ উদ্বোধন
ফার্মেসি বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘১৫তম ফার্মা উইক ২০২৩’বিশ্ববিদ্যালয় এর নিজস্ব ক্যাম্পাসে ১১ ফব্রেুয়ারি ২০২৩ শুরু হয়েছে। ৭ দিন ব্যাপি জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ নওজিয়া ইয়াসমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের মাননীয় সচিব মুহাম্মদ মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের প্রাক্তন ডিন ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আব্দুর রশীদ, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কোহিনুর বেগম এবং বিভাগের সহযোগী প্রধান জনাব মোঃ কামরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
সপ্তাহব্যাপি এই অনুষ্ঠানে রয়েছে র্যালি, ইনডোর-আউটডোর গেইমস, কুইজ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, পিকনিক সহ নানা ধরনের ইভেন্টস। পুরস্কার প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২৩| পুরো সপ্তাহ জুড়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের নামকরা স্বনামধন্য কোম্পানীর শীর্ষ ব্যক্তিবর্গ, প্রথিতযশা ফার্মাসিস্ট বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।